যুব সম্প্রদায়ের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রি প্রদান
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান- বর্তমান সময়ে করোনা নামক ভাইরাস গোটা বিশ্বে থাবা বসিয়েছে। সরকারি নিয়মানুসারে লকডাউন চলছে, মানুষ কর্মহীন অবস্থায় রয়েছে। এরই পাশাপাশি আমফান নামক প্রাকৃতিক বিপর্যয় মানুষকে আরও কঠিন বিপদের মুখে ফেলে দিয়েছে। এই সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জানকুলি গ্রামের একদল যুবক সম্প্রদায়। এদিন আসিম মল্লিকের নেতৃত্বে যুব সম্প্রদায় 100 জন দুঃস্থ গরিব মানুষের হাতে কাপড় সহ ঈদের সামগ্রিক তুলে দেয়। লকডাউন চলাকালীন সময়ে এই যুব সম্প্রদায় নিজেদের উদ্যোগে এর আগেও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল। এদিন উপস্থিত ছিলেন জামালপুর ১নং পঞ্চায়েতের উপ-প্রধান সাহাবুদ্দিন মন্ডল মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট জন।
No comments