প্রশাসনের উদ্যোগে এই নিয়ে তৃতীয় পর্যায়ে ১৬০০ শ্রমিককে বাড়ি ফেরানো হল খন্ডঘোষ এলাকার ইটভাটা থেকে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: খন্ডঘোষ বিধানসভার দক্ষিন দামোদর ইঁট ভাটার শ্রমিক দের স্বাস্থ্যবিধি সম্মতভাবে সমস্ত রকম পরীক্ষা করে সঙ্গে খাবার পানীয় জল দিয়ে আজ তৃতীয় পর্যায়ের 25(পঁচিশ) টি বাসে করে 1600(এক হাজার ছয় শত )জন শ্রমিককে নিজের বাড়ির পৌঁছে দেবার ব্যবস্থা করা হলো এবং দশ দিন ধরে ১২ হাজার শ্রমিককে তাদের নিজেদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজ ধারাবাহিকভাবে চলবে বলে জানায় স্থানীয় প্রশাসন। দ্বিতীয় পর্যায়ে খণ্ডঘোষ থেকে প্রায় ৮০০শ্রমিককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল।
এদিন উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক সহ অন্যান্যরা।
No comments