INTERNATIONAL

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুধু আমফানের ধ্বংসলীলার ছবি

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আমফানের ধ্বংসলীলা পূর্ব মেদিনীপুরের যেদিকে চোখ দেওয়া যায় সেখানেই দেখা মিলবে কিছুনা কিছু ছবি।তবে কোলাঘাট ব্লকের ছাতিন্দা গ্রামের ঝড়ের প্রভাব এতটাই ছিলো যা দেখে তাজ্জব এলাকার মানুষজন।এই গ্রামের একটি বাড়ির ৬০ ফুট লম্বায় ও চওড়া ৩০ ফুট চওড়া বিশিষ্ট বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়লো ১০০ ফুট দূরে কয়েকটি মাটির বাড়ির ওপর।আমফান চলাকালীন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে।কোনক্রমে ঐ মাটির বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঐ মাটির বাড়িতে থাকা লোকজন।কোনরূপ দুঃর্ঘটনা না ঘটলেও ঝড়ের এই তাজ্জব দৃশ্যদেখে হকচকিয়ে যায় এলাকার মানুষজন সহ বাড়ির মালিক বোধন দে।তিনি জানান,ঝড়ের তীব্রতা এতটাই ছিলো যে এতবড়ো টিনের চাল সামনের নারকেল গাছের ওপর দিয়ে প্রায় ১০০ ফুট দূরে পড়ে টিনের চাল।এমন ঘটনা কল্পনাও করতে পারছেন না বাড়ির মালিক।
Share on Google Plus

About NEWS ONLINE

0 coment rios:

Post a Comment