Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকে রেশন দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেশন ডিলার

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলায় কুশমন্ডি ব্লকে ৩ নং উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত অধীনে কানন্দহ  এলাকায় ১৫৮ নং রেশন দোকানের  মালিক  আব্দুল মান্নান এর বিরুদ্দে রেশন সামুগ্ৰী কম দেওয়ার ফের অভিযোগ উঠলো এদিন। মুখ‍্যমন্ত্রীর নির্দেশে সঠিক পরিমাণে চাল আটা না পাওয়ায়  গ্ৰামবাসীরা বিক্ষোভ দেখান এদিন। এমনকি ঘরের ভেতর আটকে রাখেন গ্ৰামবাসীরা রেশন মালিককে ‌। পরিস্তিতি সামাল দিতে আসে কুশমন্ডি থানার পুলিশ ও  কুশমন্ডি ব্লক ফুড সাপ্লাই ইন্সপেক্টর শুভাশিস নান্নাশি  ও উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান আব্দুর রাজ্জাক। এদিন  কুশমন্ডি থানার পুলিশ বড় ভুমিকা পালন করেন।  এর আগে এপ্রিল মাসে রেশন সামুগ্ৰী নিয়ে অভিযোগ উঠেছিলো এই রেশন মালিকের বিরুদ্ধে ।এই প্রসঙ্গে  এক গ্ৰামবাসী অরুপ হালদার জানান, আজ কানন্দহ সকাল থেকে রেশন সামগ্ৰী নিয়ে নানা অভিযোগ এসেছে।  ৩৯ কিলো চাল  পাওয়ার কথা সেখানে ৩৫ কিলো চাল দেওয়া হয়েছে। কেউ ২৫ কেজি চাল পাবে সেখানে ২০ কিলো চাল সাধারণ মানুষ কে দিচ্ছে । এই করোনা মোকাবিলায়  সাধারণ মানুষ ঠিক মতো খেতে পারছে না। গরীব মানুষদের চাল মেরে খাওয়ার  অভিযোগ।  আমরা গ্ৰামবাসীরা চাই প্রশাসন এই রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিক।

No comments