পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলার ও মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্রের সহায়তায় মুড়াইল গ্রামে গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলার মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্রের সহায়তায় মুড়াইল গ্রামে গত কয়েকদিন ধরে প্রায় ২৫০ দুঃস্থ মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।মুড়াইল এলাকার সমাজসেবী মুফলেশুর দত্তের তত্বাবধানে রবিবার সকালেও একশো দুঃস্থ গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী।মুফলেশুর বাবু জানান,বর্তমান লকডাউন সময়ে এলাকার বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে।অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছেন মানুষজন।তবে আমাদের ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।পাশাপাশি পাশাপাশি সুমনা দেবীর সহায়তায় মানুষ উপকৃত হচ্ছেন।আগামীদিনেও মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
No comments