১ লা জুন থেকে ফের চালু হচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেন
নিউজ অনলাইন: দীর্ঘ প্রতিক্ষার পর ফের চালু হতে চলেছে ভারতীয় রেল। তবে সব রুটে ট্রেন চলবেনা। আগামী ১লা জুন থেকে সারা দেশ জুড়ে বিভিন্ন রুটে মোট ১০০টি ট্রেন চলবে, এমনটাই জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে।
লকডাউনের মধ্যে এতদিন শুধু মাত্র মালগাড়ি, শ্রমিক স্পেশাল ট্রেন এবং গত ১২ই মে থেকে দিল্লী থেকে দেশের বিভিন্ন জায়গায় ১৫ জোড়া এসি স্পেশাল ট্রেন চলছিল।
আগামী ১লা জুন থেকে যে ১০০টি ট্রেন চলবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।
১) শুধুমাত্র irctc সাইট থেকেই টিকিট বুকিং করা যাবে।
২) কনফার্ম, আরএসি, ওয়েট লিস্ট টিকিট বুক করা যাবে। তবে চার্ট তৈরি হওয়ার পরে যদি কারোর ওয়েট লিস্ট থাকে তাহলে তাকে ট্রেনে উঠতে দেওয়া হবেনা।
৩) সর্বাধিক ৩০ দিন আগে অগ্রীম বুকিং করা যাবে।
৪) ট্রেনে জেনারেল বগিও থাকবে, তবে সেটারও বুকিং করতে হবে, সেকেন্ড সিটিং হিসেবে।
৫) ট্রেন ওঠার আগে সকল যাত্রীদের শারীরিক পরীক্ষা হবে, যদি কারোর মধ্যে করোনার লক্ষণ থাকে, তাকে ট্রেনে উঠতে দেওয়া হবেনা।
৬) গন্তব্যে পৌঁছনোর পরে সেই এলাকার প্রশাসনিক এবং স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে যাত্রীকে।
৭) ২১শে মে সকাল ১০টা থেকে irctc.co.in এই সাইট থেকে টিকিট বুক করা যাবে।
৮) ট্রেনের মধ্যে কোনো খাবার, কম্বল, চাদর দেওয়া হবেনা।
তবে এখনই লোকাল ট্রেন বা মেট্রো রেল চালানোর কোনো পরিকল্পনা নেই ভারতীয় রেলের।
আগামী ১লা জুন থেকে যে ১০০টি ট্রেন চলবে তার লিস্ট গুলো দেখে নিন।
Sasaram to howarh kone train start hobe
ReplyDeleteHowarh to sasaram dekhache
Delete