রোগী মৃত্যুর খবর পেয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙ্গচুর চালালো মৃতার বাড়ির লোকজন
সৌভিক সরকার, নিউজ অনলাইন: টিটাগর অঞ্চলের বাসিন্দা বছর 56 বয়সী আখতারী বেগম গত কয়েক দিন আগেই জ্বর এবং কাশি নিয়ে ভর্তি ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর আজ সকালে তার মৃত্যু হয় হাসপাতালে। মৃত্যুর খবর কামারহাটি অঞ্চলে পৌঁছাতেই অঞ্চলের বাসিন্দারা চড়াও হয় হাসপাতালে। অভিযোগ কামারহাটি অঞ্চলের বাসিন্দারা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায় হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে। হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দিতে এলে উত্তেজিত জনতা তাদের উপরেও। এর পরেই বেলঘড়িয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 3 জনকে আটক করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা মৃতের পরিবার কেউ মুখ খুলতে চাই নি। তদন্তের কাজ শুরু করেছেন বেলঘড়িয়া থানার পুলিশ।
No comments