Breaking News

ঝড়ে উড়ে গেল বিরামপুট প্রাথমিক বিদ্যালয়ের ছাউনি

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ঝড়ে উড়লো বিরামপুট প্রাথমিক বিদ্যালয়ের ছাউনি
সুপার সাইক্লোন আমফনের জেরে তছনছ কাঁথি ১নং ব্লকের ২নং চক্রের জুনপুট বাজার লাগোয়া বিরামপুট প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ক্লাসরুম সহ অফিস লাগোয়া ঘরগুলির উপরের ছাউনি নষ্ট হয়েছে পাশাপাশি স্কুলের মিড ডে মিলের রান্নাঘরের ছাউনিও উড়ে গেছে ঝড়ের তাণ্ডবে। স্কুলের ৭২ জন শিক্ষার্থী ৩জন শিক্ষক এবং সেল্ফ হেল্প কর্মী ২ জন। প্রত্যেকেই চিন্তায় এই বিষয়ে। স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরাও চিন্তায়। কিভাবে আবার পঠনপাঠন শুরু করা যায় যে বিষয়ে। স্কুলের পাশেই একটি আয়েলা সেন্টার সেখানে ক্লাসের ব্যবস্থা করা যেতে পারত, কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সেখানে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে, উপায় এখন একটাই স্কুল শুরু হলে ছাত্রদের নিয়ে খোলা আকাশের নিচে ক্লাস করা, তাই এই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রত্যেকে।

No comments