Recent comments

ads header

Breaking News

কোলাঘাটের রূপনারায়ন নদীর গৌরাঙ্গঘাটের বাঁধ মেরামতির কাজ শুরু হল সেচ দপ্তরের উদ্যোগে

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ন নদির গৌরাঙ্গঘাট এলাকা দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক নিয়মে ভাঙন ছিলো অব্যাহত।স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় নদীবাঁধ রক্ষা করে আসছিলেন দীর্ঘদিন ধরেই।স্থানীয় একটি ক্লাবের সহায়তায় ভেঙে যাওয়া নদীঘাটটিতে মাটি বা বস্তা ফেলে কোনক্রমে মেরামতি করে আসছিলেন।তবে সম্প্রতি আমফানের প্রকোপে নদীর জলস্তর ব্যপক বৃদ্ধিপায় কয়েকদিন ধরে।আর তারপরই নদীঘাটটিতে ব্যপক ভাঙন লক্ষ করা যায় প্রায় ৩০০ ফুট এলাকা নিয়ে।তবে শেষমেষ দীর্ঘ আবেদন নিবেদনের পর সেচদপ্তরের উদ্যোগে শুরু হলো নদীবাঁধ সংস্কারের কাজ।এলাকাবাসীদের দাবী,এই নদীবাঁধ রক্ষা করতে নস পারলে কোলাঘাটের মূল রাস্তাও চলে যেতে পারে আগামীদিন নদীগর্ভে।ফলে সেচদপ্তরের এই উদ্যোগে খুশি কোলাঘাটবাসী।

No comments