গঙ্গারামপুরে প্রাক্তন বাম পঞ্চায়েত প্রধান সহ একাধিক বামফ্রন্ট কর্মী যোগ দিল বিজেপিতে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: আগামী বিধানসভা ভোটে শাসক দল তৃনমুলকে পরাস্ত করতে ও বিজেপি কে রাজ্যে শক্তিশালী করার লক্ষ্যে এবার বাম থেকে বিজেপি দলে যোগদানের হিড়িক পড়লো দক্ষিন দিনাজপুর জেলায়।
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার ৬ নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা এলাকার সি পি এম নেতা অনুপ রায় সহ তার নেতৃত্বে এলাকার বেশ কিছু বাম কর্মী , সমর্থক বিজেপিতে যোগদান করল। এদিন গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলোগ্ন বিজেপি পার্টি অফিসে বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবং দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই নিয়ে একদা সি পি এম অধ্যুষিত গংগারামপুরে পর পর বেশ কয়েকদিন সি পি এম বিভিন্ন এলাকার নেতা কর্মীরা দল ছেড়ে বিনেপি তে যোগ দেওয়ায় একদিকে যেমন বিজেপি শক্তিশালী হচ্ছে।তেমনি সিপি এম এর ধস নামছে।
No comments