তমলুকের বিজেপি নেতা মধুসূদন প্রামানিকের উদ্যোগে মানুষকে ত্রিপল প্রদান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আমফানের প্রভাবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন প্রভাব পড়েছিলো,তেমনি তমলুক শহরেও একইভাবে প্রভাব পড়েছিলো।আর এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় গাছপালা,পানবোরজ সহ বেশকিছু ছোটবড় কাঁচা বাড়ি।আর এই কারনেই রবিবার তমলুকের বিজেপি নেতা মধুসূদন প্রামানিকের উদ্যোগে এলাকার ৩০ জন ক্ষতিগ্রস্ত মানুষজনদের বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দিলেন।তিনি জানান,সারাবছরই বিজেপি নেতাকর্মীরা মানুষের পাশে থাকেন এবং বিপদের দিনেও একই ভাবে পাশে থাকার চেষ্টা করে।তাই সাধ্যমতো চেষ্টা করছি আমরা ত্রিপল বা খাদ্যসামগ্রী গোবীর দুঃস্থ ও অসহায় মানুষদের এসময়ে পাশে দাঁড়ানোর জন্য।
No comments