Recent comments

ads header

Breaking News

প্রশাসনের সহযোগিতায় গোবরডাঙ্গা থেকে উড়িষ্যায় ফিরল ২৩ জন শ্রমিক

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর গ্রামে আটকে থাকা ২৩ জন পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন স্থানীয় প্রশাসন ও হাবরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা।
মছলন্দপুর এর শহরের একটি বড় জায়গা জুড়ে ছানা তৈরির কাজের সঙ্গে যুক্ত।এই এলাকায় বহু দুধ ব্যবসায়ী ছানা তৈরি করেন এবং সেই ছানা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। করোনা পরিস্থিতিতে যখন দেশজুড়ে লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায়। দীর্ঘদিন এই গ্রামে আটকে রয়েছেন, উড়িষ্যার বালেশ্বর থানার সরো গ্রামের ২৩ জন পরিযায়ী শ্রমিক।
দীর্ঘদিন ছানা তৈরির কাজ বন্ধ থাকায় প্রশাসনের দ্বারস্থ হন শ্রমিকরা। এরপরই জেলা প্রশাসনের উদ্যোগে ও গোবর ডাঙ্গা থানার ওসি উৎপল সাহা ও হাবরা ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা । প্রশাসনের মাধ্যমে একটি বাস এর ব্যবস্থা করে ও শ্রমিকদের হাতে কিছু শুকনো খাবার জল ও মিষ্টি তুলে দেন। বুধবার তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়।
প্রশাসনের এই ব্যবস্থায় স্বভাবতই খুশি পরিযায়ী শ্রমিকরা।

No comments