Breaking News

করোনা ভাইরাসকে ঠেকাতে এবার বিশেষ উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা ভাইরাসকে ঠেকাতে এবার বিশেষ উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। 
পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের মাধবডিহি এলাকায় ব্যবস্থা করা হলো কোভিড ১৯ এর নমুনা টেস্টএর  সেন্টার। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের মাধবডিহির কৃষক মান্ডির কোয়ারানটাইন এ রাখার পরে তাদের নমুনা টেস্ট এর স্যাম্পল সংগ্রহ করা হবে ঐ বিশেষ সেন্টার থেকে। নমুনা টেস্ট এর ব্যাবস্থাপনা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, S. D. P. O বর্ধমান সাউথ সদর আমিনুল ইসলাম খান, C. M. O. H প্রণব কুমার রায় সহ জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। 
অন্যদিকে পরিদর্শনে ছিলেন রায়না ২ ব্লকের B. D. O দীপ্যমান মজুমদার, মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা, B. M. O. H সঞ্জয় গুহ সহ অন্যান্যরা।

No comments