ফের করোনা আক্রান্তের খোঁজ মিলল পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আবার করোনায় আক্রান্ত পূর্ব বর্ধমান। এবার আবার ও সেই খন্ডঘোষ ব্লক। এবার আক্রান্ত খন্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েত এর অধীন বড়ো গোপীনাথপুর গ্রামের এক ব্যাক্তি। ঐ ব্যাক্তি কলকাতা পুলিশের গাড়ি চালক। সূত্র মারফত জানা যায় ঐ ব্যাক্তি কিছুদিন আগে তার বাড়ি বড়ো গোপীনাথপুর আসে, পরে কলকাতায় ফিরে গেলে অসুস্থ হয়ে পরে। প্রাথমিক চিকিৎসার পরে লালারস পরীক্ষা করা হলে জানা যায় ঐ ব্যাক্তি কোভিড 19 এ আক্রান্ত। বর্তমানে আক্রান্ত ঐ ব্যাক্তি কলকাতা কোটারি কভিড হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার খবর আসার পরই তৎপরতার সাথে খন্ডঘোষ থানার পুলিশ আক্রান্ত ব্যাক্তির বাড়ি আসেন এবং আক্রান্ত ব্যাক্তির স্ত্রী, পুত্র, বৌমা, নাতনি, কাজের মেয়ে সহ পাশের গ্রামের এক মহিলাকে বর্ধমান কেমরি আইসোলেশোন ওয়ার্ডে পাঠান, পরীক্ষার জন্য। রিপোর্ট আসার পরে জেলাশাসক এর পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়।
No comments