Recent comments

ads header

Breaking News

বারাসাতের নপাড়া এলাকায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি ও অবস্থান বিক্ষোভ করে বিজেপি

সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনার থাবা কমজোরি হওয়ার আগেই বিজেপি কোমর বেঁধে রাজনৈতিক ভাবেই পথে নেমে পড়েছে। লক ডাউনের সময় খাদ্যের অসম বন্টন ও  রাজ্যে  রেশন দুর্নীতিকে সামনে রেখে স্তরে স্তরে সংগঠন ভিত্তিক  আন্দোলন শুরু করেছে বিজেপি। পাশাপাশি রয়েছে বিদ্যুৎ বিল মকুব ও স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবার দাবী। স্বয়ং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক যে জেলা থেকে নির্বাচিত সেই জেলা উত্তর চব্বিশ পরগনাতে খাদ্য ও রেশন দুর্নীতির আওয়াজ তুলে  বিজেপি আন্দোলনকে জোরদার করে তুলেছে।বৃহস্পতিবার জেলা সদর বারাসাতের নপাড়া এলাকায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ অবস্থান করে বিজেপি। মহিলা মোর্চার তরফ থেকে একগুচ্ছ দাবী দাওয়া সহ শাসক দলের বিরুদ্ধে  তথ্যপ্রমান লোপাট সহ আরো বড়মাপের অভিযোগ ভিত্তিক   বক্তব্য তুলে ধরা হয়।বৃহস্পতিবার  বিজেপি কর্মীদের অভিযোগ তাঁদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, বুধবার যুব মোর্চার কর্মীরা এরকম ইস্যু ভিত্তিক আন্দোলন করে লক ডাউনের নির্দেশিকা অমান্য করে  গ্রেপ্তার হন। এতদ্বারা পরিষ্কার যে বিজেপি রাজ্যে করোনা ও শাসক দলের ভূমিকাকেই  ভবিষ্যৎ সময়ের রাজনৈতিক হাতিয়ার করার কথা ভাবছে।

No comments