শিলিগুড়িতে ২ করোনা আক্রান্তের হদিস,এলাকা পরিদর্শনে মহকুমা শাসক
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শহর শিলিগুড়িতে মিলল দুই করোনা আক্রান্তের হদিস। এরা দু’জনেই হোম কোয়ারান্টিনে ছিলেন। এদি তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর আক্রান্তদের একজন পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের ও অপরজন ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছুদিন আগে তাদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। এবং এদিন সকালে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাদের পুলিশি সুরক্ষার মাধ্যমে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় মাটিগাড়ার কোভিড হাসপাতালে। অপরদিকে ওই দুটি ওয়ার্ড পরিদর্শন করেন মহাকুমা শাসক সুমন্ত সহায়। এবং সেনেটাইজ এর পাশাপাশি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া। এরপর সাংবাদিকদের মুখোমুখি মহাকুমা শাসক বলেন যে আক্রান্তদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হবে। এবং আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
No comments