কোলাঘাট ব্লকের দেনান গ্রামে কংগ্রেস নেতা সমীর হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেনান গ্রামে কংগ্রেস নেতা সমীর হোসেনের ব্যবস্থাপনায় ৫০০ অসহায় মানুষকে তুলে দেওয়া হল বেশ কয়েক দিনের রেশন।চাল,ডাল,আলু,সোয়াবিন,রান্নার উপকরন এমনকি রমজান মাস উপলক্ষে ছোলা চিনি, খেঁজুরও দেওয়া হয় স্থানীয় এলাকার দুঃস্থ মানুষদের। কংগ্রেসের এই যুবনেতা সমীর বাবু জানান,লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষেই তার এই প্রয়াস।এদিন দেনান,আমলহান্ডা সহ ভোগপুর,মেছেদা এলাকার অসহায় মানুষদের হাতে এই এই রেশন তুলে দেন সমীর বাবু।
No comments