Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফার সোসাইটির করোনা ওয়ারীয়াস টিমের সদস্য বিশ্বনাথ কর্মকার, মেহেদী হাসান, সুরজিৎ বসু, বিট্টু শেখ, শেখ নাসিম, উপহার সামগ্রী নিয়ে পৌঁছে গেছিলেন পূর্ব বর্ধমানের হিজলনা গ্রাম পঞ্চায়েত এর অধীন কয়রাপুর গ্রামে। আজ তারা 70 টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, ডিম ও বিস্কুট এর প্যাকেট তুলে দিলেন। সংস্থার সম্পাদক জানান  2016 থেকে আমাদের এই সংস্থাটি প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজ করে চলেছি। বর্তমানে করোনা মহামারীর ফলে একটি বড়োবর্গের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ফলে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে সমস্যা হচ্ছে তাঁদের। এমত অবস্থায় আমাদের সংগঠন থেকে বর্তমানে দ্রব্য সামগ্রীর পাশাপাশি যাদের রক্তের প্রয়োজন তাঁদের রক্তের কার্ড এর ব্যবস্থাও করে দিচ্ছি। একই সাথে তিনি সাধারণ মানুষকে আহবান জানিয়েছেন লকডাউন মেনে চলার জন্য।  (কল্যাণ দত্ত )

No comments