রাজ্য জুড়ে রেশন ব্যাবস্থার অস্বচ্ছতার অভিযোগে বারাসাতে অবস্থান বিক্ষোভ ফরওয়ার্ড ব্লকের
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বহু মানুষ এখনো রেশন কার্ডে রেশন পাচ্ছেন না, এই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ফরোয়ার্ড ব্লকের। সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ফুড সাপ্লাই অফিসে সকাল 10.50 থেকে 11টা অবধি দূরত্ব বজায় রেখে সকলের জন্য রেশন চাই এই দাবী জানানো হয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। ফরওয়ার্ড ব্লকের অভিযোগ , রেশন ব্যবস্থায় সুষ্ঠ বন্টন হচ্ছে না, প্রশ্ন উঠছে বন্টন হওয়া খাদ্যের গুনমান নিয়ে। আরো অভিযোগ রেশন ডিলার দের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। আর এসবের ফলে সাধারণ মানুষের উঠছে নাভিশ্বাস। ফরোয়ার্ড ব্লকের তরফে দলীয় নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় জানান খাদ্য দপ্তর ও রেশন ব্যবস্থার বহুবিধ অস্বচ্ছতার যাঁতাকলে পড়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লক উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব।
No comments