সঠিক মূল্য না মেলায় বাজারে নিয়ে আসা লঙ্কা রাস্তার ধারে ফেলে দিল চাষীরা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় লঙ্কা বাজার ফুলবাড়ীতে আজ সকাল চারটে থেকে লঙ্কা বাজারে কাঁচা লঙ্কা বিক্রি করতে আসেন ফুলবাড়ী বাজার সংলগ্ন কুমারগঞ্জ ,গঙ্গারামপুর ও তপন থানা এলাকার লঙ্কা চাষীরা। প্রচুর কৃষক লঙ্কা নিয়ে আসেন ভুটভুটি, অটো, টোটো ও সাইকেল করে। কিন্তু লঙ্কার দাম না থাকার কারণে তারা বিক্রি না করতে পেরে বাজার সংলগ্ন নয়ানজুলি এবং রাস্তার ধারে লঙ্কা ফেলে দিয়ে চলে যায় কৃষকরা। চাষীদের বক্তব্য যেখানে শুধুমাত্র এক কিলো লঙ্কা তুলতে খরচ চার থেকে পাঁচ টাকা সেখানে বাজারে তার বিক্রয় মূল্য এক থেকে দু টাকা কিলো।
No comments