গোঘাঠ মেডিক্যাল লাইব্রেরির সহযোগিতায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রুরাল প্রাকটিসনার এসোসিয়েশনের এর উদ্যোগে গোঘাঠ রুরাল মেডিক্যাল লাইব্রেরির পরিচালনায় প্রতি শনিবার এলাকার অসহায় দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যারা অর্থের অভাবে ঔষধ কিনতে পারছেনা তাদেরকে বিনামূল্যে ঔষধের ব্যবস্থা ও করা হয়। গোঘাঠ মেডিক্যাল লাইব্রেরির কোষাধ্যক্ষ আজিযার রহমান বলেন আমরা আমাদের রাজ্য কমিটির নির্দেশে 2019 এর প্রথম থেকেই এই পরিষেবা দিচ্ছি।
No comments