বর্ধমানের ভাতার বাজারে হনুমানও পান করল তাড়ি সহযোগে মদ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দীর্ঘদিন ধরে লকডাউন এর কারণে বন্ধ ছিল মদের দোকান। কিন্তু পরে অর্থনৈতিক পরিকাঠামো চাঙ্গা করতে প্রশাসনের নির্দেশে খোলা হয় মদের দোকান। দোকান খোলার সাথে সাথেই আনন্দে আত্মহারা হয়ে যাবার মতো অবস্থা সুরাপ্রেমীরা। রাত দিন এক করে লাইন করে দাঁড়িয়ে মদ কিনতে দেখা গেছে মদের দোকান গুলিতে। কোনো কোনো জায়গায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কে লাঠি চার্জও করতে হয়েছে।
এমত অবস্থায় জানা গেলো এক অদ্ভুত ঘটনার কথা। পূর্ব বর্ধমানের ভাতার বাজার এলাকায় স্থানীয় ব্যাবসায়ীদের কথায় উঠে এলো এক অদ্ভুত ঘটনার কথা। জানা যায় ঐ এলাকায় ঘুরে বেড়ায় বেশ কয়েকটি হনুমান। হঠাৎ করে দেখা যায় তাদের মধ্যে একটি হনুমান একটি তালগাছে উঠে পরে। তারপর তালগাছে বেঁধে রাখা একটি হাঁড়িতে মুখ দিয়ে তাল তারি খাচ্ছে। তারপর সোটান চলে আসে আমাদের কাছে। পরে আমাদের কাছে রাখা হুইস্কি থেকে দুই পেগ দি সাথে সাথে সেটাও খেয়ে ফেলে ঐ হনুমান টি।
এই অদ্ভুত এক ঘটনার সাক্ষী রইলো পূর্ব বর্ধমানের ভাতার বাজার সংলগ্ন একটি নির্জন জায়গা।
No comments