Recent comments

ads header

Breaking News

ঈদ উল ফিতর কে সকল বাঙালির উৎসবের তকমা দেওয়ার দাবি বর্ধমানে

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
দুর্গাপুজো হিন্দুদের নয় বাঙালীর উৎসব। তেমনি ঈদ কেবল মুসলমানদের  এই ঈদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের।
তাই এই উৎসবকেও আম বাঙ্গালীর উৎসবের তকমা দেওয়া হোক  এই দাবীকে জোরদার করার ডাক দিল বর্ধমান শহরের রাধানগর মুসলিমপাড়া লেনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর মানুষরা। 

আজ বর্ধমান ক্রেতা সুরক্ষা আদালতের বিশিষ্ট আইনজীবী মহম্মদ কুদরুতুল আবেদিন বলেন ঠিক যেভাবে দুর্গাপুজো এখন বাঙালীর উৎসব হয়ে উঠেছে, আগামী দিনে ঈদও  যাতে বাঙালীর উৎসব হয়ে ওঠে তার জন্য তাঁরাই প্রথম এই ডাক দিলেন। আর তাই এদিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে  প্রায় ২০০জন মানুষের হাতে তুলে দেওয়া হল শাড়ি, লুঙ্গি, মাস্ক প্রভৃতি। তিনি জানিয়েছেন, একইভাবে তাঁরা দুর্গাপুজোর দিনেও এই কর্মসুচী পালন করবেন।

No comments