কোতুলপুর থানা এলাকায় উদ্ধার একটি ঝুলন্ত মৃতদেহ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
গায়ে কাদা মাখা ঝুলন্ত অবস্থায় আখড়াশাল খালধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করলো কোতুলপুর থানার পুলিশ ।সূত্র মারফত জানা যায় মৃত মহিলার শ্বশুরবাড়ি চোর কলা গ্রামে । মৃতার নাম ময়না বিবি বয়স আনুমানিক 30 বছর। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। কোতুলপুরের পালকোরা গ্রামে ময়না বিবির বাপের বাড়ি। বাপের বাড়ির লোকের মুখ থেকে জানা যায় দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি । গত বুধবার স্বামী ফোন করে তাকে ডাকে এবং বাচ্চাটি তার কাছে ফিরিয়ে দেবে বলে জানায়। মৃত ময়নাবিবি বৃহস্পতিবার দিন স্বামীর সাথে দেখা করার পর থেকেই নিখোঁজ। এর পর কোতুলপুর থানাতে একটি নিখোঁজের ডায়েরি করা হয়। পড়ে জানা যায় আখড়াসাল খালধার থেকে ঝুলন্ত অবস্থায় ময়না বিবিকে উদ্ধার করা হয়। তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ।
No comments