বেশ কয়েক দফা দাবি নিয়ে সিপিআইএম ইন্দাস ব্লক কৃষক সভা ,ক্ষেতমজুর ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন (সি আই টি ইউ) এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
বেশ কয়েক দফা দাবি নিয়ে সিপিআইএম ইন্দাস ব্লক কৃষক সভা ,ক্ষেতমজুর ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন (সি আই টি ইউ) এর পক্ষ থেকে, ইন্দাস এর নিমতলা বাজার এর কাছে অবস্থান কর্মসূচি করা হলো, মূলত শ্রমিকদের 12 ঘন্টা কাজ পরিবর্তিত করে 8 ঘন্টা কাজ করাতে হবে, সাম্প্রতিক বহে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, অবশিষ্ট পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হবে, তাদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোয়ারেন্টিন সেন্টারে রাখতে হবে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে , রেশন নিয়ে কালোবাজারি রুখতে হবে এবং বিদ্যুৎ বিল মুকুব সহ একাধিক দাবিতে শবর সিপিআইএম এর বিভিন্ন সংগঠন গুলি, এদিন ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী এর হাতে একাধিক দাবি উল্লেখিত স্মারকলিপিটি তুলে দেন ইন্দাস ব্লক কৃষক সভার নেতা আব্দুর রব, শ্রমিক সংগঠনের নেত্রী ইন্দ্রানী মুখার্জী ও অসীম দাস সহ সংগঠনের আরো অন্যান্য নেতাকর্মীরা.
No comments