রায়না ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মী এবং স্থানীয় রায়না শ্রীকৃষ্ণ পাঠাগারের সহযোগিতায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা প্রচার
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ ১৬ই মে ডেঙ্গু দিবস । বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মী রা স্থানীয় রায়ান শ্রীকৃষ্ণ পাঠাগারের সহযোগিতায় রায়ান গ্রামে বিভিন্ন প্রান্তে ডেঙ্গু বিরোধী প্রচার করেন। বিভিন্ন এলাকায় ব্লিচিং ,ডেটল, ফিনাইল ছড়ানো হয় ডেঙ্গু বিরোধী সচেতনতা মূলক বক্তব্য রাখেন।মাশারি ব্যবহার,জমা জল বাড়িতে না রাখা,জ্বর হলে চিকিত্সকের পরামর্শ নেওয়া,রক্ত পরীক্ষা সহ বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখেন, এর সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থেকে এবং সরকারের লকডাউন মেনে করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান করা হয়। রায়ান শ্রীকৃষ্ণ পাঠাগারের সহযোগিতায় গ্রাম সম্পদ কর্মী দের এই অভিনব মূলক প্রচারে খুশি এলাকার মানুষ। উপস্থিত ছিলেন সেখ স্বপন গ্রাম সম্পদ কর্মী রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ,এবং সুখেন্দু কোনার -কর্মকর্তা রামকৃষ্ণ পাঠাগার।
No comments