সম্প্রদায় ভাগ করে সাধারণ মানুষকে রেশন দেওয়ার অভিযোগ পেয়ে রেশন দোকানে জেলা খাদ্য কর্মাধক্ষের হানা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
রেশন নিয়ে রাজ্য জুড়ে চলছে দুর্নীতি । তারি ভেতর রেশনে নতুন সংযোজন সম্প্রদায় ভাগ করে রেশন দেওয়ার অভিযোগ বাগদা পুরোনা বাজার এলাকায়।
জেলা খাদ্য কর্মাদক্ষ রতন ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি লেখা দেখে সকালে হানা দেন ওই রেশন ডিলারের দোকানে।
তিনি স্বীকার করে নেন সম্প্রদায় ভাগ করে রেশন দেবার কথা।
কর্মদক্ষ রতন ঘোষ জানান দুদিন ধরে খবর পাচ্ছিলাম তাই নিজে স্বশরীরে হানা দিলাম। এবং এই ঘটনায় প্রশাসন কে জানানো হবে এবং জেলা শাষক কে জানানো হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন শোকজ করা হবে ডিলার কে।
এই ধরনের কাজ চলতে পারে না ।
ডিলার জানান অঞ্চল থেকে জানানো হয়েছিল যেহেতু আদিবাসী সম্প্রদায় গরিব তাই তাদের আগে দেবার কথা এবং পরবর্তীতে এক এক করে দেবার তাই ওই ধরনের পোষ্টার লাগানো হয়েছিল। আগামী দিনে আর হবে না।
তবে রেশনে এই ধরনের সম্প্রদায় ভাগ আগে কখনো দেখেছে কিনা সন্দেহ আছে রাজ্যবাসী। স্বভাবতই সাধারণ মানুষের ভেতর ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়।
No comments