Recent comments

ads header

Breaking News

মেচেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের উদ্যোগে সাগরবাড় গ্রামে আয়োজিত হল ইফতারী খাদ্য বিতরণ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মঙ্গলবার কোলাঘাট ব্লকের সাগরবাড় গ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে মেচেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের উদ্যোগে আয়োজিত হল ইফতারী খাদ্য বিলি।ধর্মপ্রান মুসলিম মানুষূের পাশে থাকার উদ্দেশ্যে সংস্থার এই প্রয়াস।এদিন৭০ জন মানুষদের হাতে তুলে দেওয়া হয় রামজানের বিশেষখাদ্য।সংস্থার পক্ষ থেকে জানানো হয়,কয়েকদিনের মধ্যে আবারো এলাকার দুস্থ ধর্মপ্রান স্থানীয় মুসলিমদের রামজানের খাদ্য তুলে দেওয়া হবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ঋত্বিক আদক সহ সৃজনের সমস্ত সদস্যরা।

No comments