বালুরঘাটে পুনরায় শুরু হল লন টেনিস প্র্যাকটিস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ৯ মে ; বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া হিসেবে পরিচিত লন টেনিস।বহু বছর আগে বালুরঘাট শহরে বহু পুরনো " টুয়েন্টি-৮ ক্লাব " এ জনপ্রিয় এই লন টেনিসের খেলার জমজমাট আসর বসতো।দীর্ঘ কয়েক দশক পর শহরের এই এলিট ক্লাবে ফের লন টেনিসের এই জনপ্রিয় খেলার চর্চা শুরু হয়েছে।বালুরঘাট শহরের বন্ধ থাকা এই জনপ্রিয় খেলার চর্চা আবারও শুরু হওয়ায় খুশি ক্রীড়া প্রেমীরা।
No comments