Recent comments

ads header

Breaking News

রাস্তায় যানবাহন চলাচল রুখতে এবার নড়ে চড়ে বসলো বালুরঘাট থানার পুলিশ

শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন, বালুরঘাট :  লকডাউন না মেনে রাস্তায় যানবাহন চলাচল রুখতে এবার নড়ে চড়ে বসলো বালুরঘাট থানার পুলিশ।  

আজ সাধারন  মানুষের বাজার করার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে  বালুরঘাট থানার পুলিশ লকডাউন মেনে চলার দিকে লক্ষ রেখে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় হানা দেয়।  তারা শহরের রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বেড় হওয়া টোটো গুলিকে আটক করতে শুরু করে। পাশাপাশি  এভাবেই যারা প্রয়োজন ছাড়াই মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেড়িয়েছে। তাদের আটক করতে শুরু করে।  

বেশ কিছুদিন ধরেই বালুরঘাট শহরের বাসিন্দারা দেখতে পাচ্ছিল লকডাউনের মধ্যেই সরকারি বিধি অমান্য করে  বালুরঘাট শহরে প্রচুর মানুষজন অপ্রয়োজনীয় কাজে ঘুড়ে বেড়ানোর পাশাপাশি প্রচুর টোটো চলা চল করছে শহরের রাস্তায়।এছাড়াও  প্রচুর মোটরসাইকেল আরোহীকেও শহরের রাস্তায় দাপিয়ে তাদের গাড়ি গুলি চালিয়ে ঘুড়ে বেড়াতে দেখা যাচ্ছিল। এই নিয়ে স্থানিওদের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছিল।  

সেদিকে লক্ষ রেখেই আজ বালুরঘাট থানার পুলিশ এসব অবৈধ ভাবে  রাস্তায় বেড়নো টোটো ও মোটরসাইকেল আটক করতে শুরু করে।

No comments