পারিবারিক উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, খন্ডঘোষ ব্লকের অন্তর্গত তোড়কোনা গ্রামে শশাঙ্ক শেখর বসু এবং সুবল চন্দ্র বসুর স্মরণে, এই পরিবারের আর্থিক সহায়তায় তোড়কোনা তরুণ সংঘ পাঠাগার এর উদ্যোগে ২৫০ জন গরিব, অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হলো। ত্রাণ হিসাবে দেওয়া হলো চাল, ডাল, আলু, সোয়াবিন, নুন, এবং একটি করে সাবান। সরকারের তরফে নানা ব্যবস্থা নেওয়া হলেও, তার পাশাপাশি বসু পরিবারে সাহায্যে, তরুণ সংঘ পাঠাগার এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছন তোড়কোনা গ্রাম বাসী। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক শ্যামল দত্ত এবং ক্লাব সদস্যরা।
No comments