Recent comments

ads header

Breaking News

লকডাউনে মানুষের জমায়েত স্ক্যানিং করতে রাজ্য পুলিশ সাহায্য নিচ্ছে ড্রোন ক্যামেরার

নিউজ অনলাইন: লকডাউন কে আরো কড়াকড়ি করতে রাজ্য পুলিশ ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গার স্ক্যানিং করছে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় দিন শুরু হয় দম এর মাধ্যমে আনলি গাল জমায়েত স্ক্যানিং। উত্তর 24 পরগনা জেলা জুড়েই পুলিশ এর মাধ্যমে বিভিন্ন আনলিগেল জমায়েত ও যে কোনো ধরনের জমায়েত বা মুখে মাক্স না পড়ে বেরোনোয় ড্রোন ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করছে পুলিশ। এদিন হাবরা শহরজুড়ে ড্রোন ক্যামেরার মাধ্যমে স্ক্যানিং করা হয়। হাবরা থানার আইসি গৌতম মিত্র হাবরা শহরের বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে কোথাও জমায়েত হচ্ছে কিনা কিংবা কেউ মাছ ছাড়া বাইরে বেরিয়েছে কিনা তার স্ক্যানিং চালাচ্ছেন। পাশাপাশি এদিন শহর জুড়ে প্রায় কুড়ি জনকে আটক করা হয়েছে।যারা বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করছিল এবং জমায়েত করছিল। আগামী দিনেও হাবরা শহরজুড়ে ঠিক একইভাবে ধর্মঘট চলবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

No comments