লকডাউনে মানুষকে ঘরে রাখতে এবার এক অভূতপূর্ব উপায় অবলম্বন করলেন বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ মিত্র
নিউজ অনলাইন:অনেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে বাইরে বেরোচ্ছেন, আবার অনেকে অকারণে বাইরে বেরোচ্ছেন ঘরে সময় না কাটাতে চেয়ে। আর এর জন্য লক ডাউনের মুল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। কোনো অবস্থাতেই যেন মানুষকে ঘর থেকে বেরোতে না হয় সেজন্য বারাসাত পৌরসভা র 4ও 5নম্বর ওয়ার্ডে নিত্য প্রয়োজনীয় খাদ্যের সাথে লুডো আর দাবা দিয়ে লোককে ঘরে থাকার এক অভিনব পথের দিশা দিলেন বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি দেবাশীষ মিত্র ! এবার তাঁর লক্ষ্য ছিল সরকারি নির্দেশিকা মেনে মানুষকে ঘরমুখী করা। তার বক্তব্য, এর আগেও প্রোটিন যুক্ত খাদ্য বিলি করেছেন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়তে।কিন্তু মানুষ তবুও বাইরে বেরোচ্ছে। কয়েকদিনের মধ্যে আবার তাঁরা খাদ্যদ্রব্য দেওয়ার পাশাপাশি লুডো ও দাবা বিতরণ করে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে বার্তা রাখলেন।
No comments