সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিষ্ণুপুরের স্বাধীন ক্লাব
জয়জীবন গোস্বামী, নিউজ অনলাইন, বাঁকুড়া :
মারণ ভাইরাস নোবেল করোনা গোটা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । বাদ যায়নি আমাদের দেশও করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য ইতিমধ্যে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে । সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য ও কেন্দ্র সরকার ।
সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে যাতে আরো বেশি করে সচেতন করা যায় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল বিষ্ণুপুরের স্বাধীন ক্লাবের সদস্যরা । তারা বিষ্ণুপুরের বিভিন্ন মোড়ে রাস্তায় লেখনীর মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন বাড়িতে থাকুন সুস্থ থাকুন । এর ফলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে এমনটাই মনে করছেন ক্লাবের সদস্যরা ।
স্বাধীন ক্লাবের এক সদস্য বলেন , এই মুহূর্তে দেশজুড়ে নোবেল করোনাভাইরাস থাবা বসিয়েছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে আমরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে লেখনীর মধ্য দিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি । এর ফলে সাধারণ মানুষ আরো বেশি করে সচেতন হবেন ।
No comments