বীজপুর রেনুকা স্মৃতি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার জোনপুর দিশারী স্কুলের সন্নিকটে বিজপুর রেনুকা স্মৃতি মেমোরিয়ালস সোসাইটির পক্ষ থেকে আজ প্রায় পাঁচ দিন ধরে ১৫০ থেকে ২৫০ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন থেকে স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়ালেন অরূপ দে। তার সাথে সাথে ভূমি টিভির পক্ষ থেকে সাংবাদিকরাও তাদের সাথে হাত মেলালেন সমাজসেবামূলক কাজে এবং থার্মাল চেকিং এর মাধ্যমে সচেতনতা প্রচার করা হলো। সঙ্গে ছিলেন বিজপুর পুলিশ প্রশাসনের ট্রাফিক আধিকারিক হিতুলাল সরকার।
No comments