আইসিডিএস সেন্টারে চাল ডাল আলু পরিমানে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভে উত্তাল হলো এলাকা
জয়জীবন গোস্বামী, নিউজ অনলাইন: বাঁকুড়া : আইসিডিএস সেন্টারের চাল ডাল আলু পরিমানে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভে উত্তাল হলো এলাকা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার আশ্রম পাড়ার এলাকায়। আজ সকাল থেকেই আশ্রমপাড়া কল্পনা প্রাথমিক স্কুল আইসিডিএস সেন্টারের শিশু, প্রসূতি ও সন্তানসম্ভবা মায়েদের চাল, আলু ডাল দেওয়ার কাজ চলছিল। সরকারি হিসেব মতো দু কিলো করে চাল, দু কিলো করে আলু ও তিনশো গ্রাম করে মাসুর ডাল দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে সরকারি ভাবে। উপভোক্তাদের অভিযোগ এই আইসিডিএস সেন্টার চাল, আলু এবং ডালের পরিমাণ প্রতি ক্ষেত্রেই একশো থেকে দেড়শো গ্রাম কম দেওয়া হচ্ছে।এই অভিযোগের ভিত্তিতে আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ঘিরে রাখা হয় আইসিডিএস সেন্টারের কর্মীদের। আইসিডিএস সেন্টারের কর্মীরা অবশ্য প্রতি ক্ষেত্রে তাদের ওজন মাফিক খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন।
No comments