বর্ধমান-বাঁকুড়া সীমান্তে নাকা চেকিং শুরু করল পুলিশ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার বোয়াইচন্ডি রাস্তার উপর বাঁকুড়া বর্ডারে নাকা চেকিং করছে ইন্দাস থানার পুলিশ। আজ সকালে খন্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন তোরকোনা গ্রামের কয়েকজন মানুষ বিশেষ কাজে বাঁকুড়া জেলায় প্রবেশ করতে গেলে ইন্দাস থানার পুলিশ প্রবেশ করতে নিষেধ করে, এবং তাদের পথ আটকে দেয়। পরে উক্ত ব্যক্তিরা বর্ধমান বোয়াইচন্ডী রাস্তায় তোরকোনা বাজারে অবরোধ করে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ আসে এবং অবরোধ তুলে দেয়। জানা যায় বিশেষ কুপন দ্বারা পূর্ব বর্ধমান এর বাসিন্দারা বিশেষ কাজে বাঁকুড়া জেলায় প্রবেশ করতে পারবে এবং বাঁকুড়া জেলার মানুষজনও প্রয়োজনীয় কাজে ওই কুপন দেখিয়ে বর্ধমান জেলায় প্রবেশ করতে পারবে।
No comments