Recent comments

ads header

Breaking News

কোলাঘাট ব্লকের রামচন্দ্রপুর গ্রামে বিজেপি সংখ্যালঘু সেল ও স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সোমবার কোলাঘাট ব্লকের রামচন্দ্রপুর গ্রামে বিজেপি সংখ্যালঘু সেল ও স্থানীয় বিজেপি নেতৃত্বদের উদ্যোগে আয়োজিত হলো লকডাউন পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে খাদ্যসামগ্রী বিলি।এদিন রামচন্দ্রপুর গ্রামের ১০০ দুঃস্থ অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক,সেক সাদ্দাম হোসেন,বিশ্বজিৎ মূলা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়,লকডাউন পরবর্তী সময়ে কোলাঘাট ব্লকের বিভিন্ন গ্রামে বিজেপি নেতৃত্বরা পাশে যেমন আছে, তেমনি নানাভাবে সাধ্যমতো সহায়তা করে আসছে।আগামীদিনেও রামচন্দ্রপুরের মতো অন্যান্য এলাকাতেও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া হবে দলীয় ভাবে।

No comments