খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলের বিভিন্ন ক্লাব ও সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলের বিভিন্ন ক্লাব সাধারণ মানুষ এবং শশঙ্গা অঞ্চল থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করলেন।
1-- শ্যামল পাঁজা --10000 টাকা
2-- সালুন মাতৃ তীর্থ সংঘ এন্ড পাঠাগার-- 10000 টাকা।
3--চিরঞ্জিত ঘোষ --1000 টাকা
4--পাপিয়া মন্ডল (পাঁজা)-- 5000 টাকা
5--কাশীনাথ ঘোষ-- 1000 টাকা
6--শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষে 21 হাজার টাকা।
7--নারিচা শ্রীশ্রী ঈশ্বর বিনোদ রায় ধর্মরাজ জিউ ঠাকুর এর পক্ষে--10000 হাজার এগারো টাকা।
8--নারিচা অন্নপূর্ণা সংঘ ---10000 হাজার এক টাকা।
মোট--68 হাজার 12 টাকা।
No comments