Recent comments

ads header

Breaking News

নববর্ষের দিনে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে ভবঘুরেদের নতুন বস্ত্র দান করা হল

শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: আজ পহেলা বৈশাখ লকডাউনের কারনে প্রতি বছরের যে উন্মাদনা পহেলা বৈশাখে থাকে তা এই বছরের নেই। লকডাউনের কারণেই দরিদ্র অসহায় মানুষদের সাথে সাথে ভিক্ষুক এবং ভবঘুরেদের খাদ্যাভাব দেখা দিয়েছে তাই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট শহরের ভিক্ষুক এবং ভবঘুরেদের প্রতিদিন দু'বেলা আহার এর ব্যবস্থা করা হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে বালুরঘাট পৌরসভা এই সমস্ত ভিক্ষুক এবং ভবঘুরেদের জন্য একটু আলাদা রকম ব্যবস্থা করেছিল। আজ বালুরঘাট শহরের যে সমস্ত ভিক্ষুক এবং ভবঘুরেদের বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে লকডাউনের সময়গুলিতে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য ছিল মাংস ভাত সহযোগে ভুরিভোজের আয়োজন। পাশাপাশি নিরামিষাশী শিক্ষকদের জন্য ছিল আলাদা বিশেষ আয়োজন। এছাড়াও এই সমস্ত ভিক্ষুক এবং ভবঘুরেদের হাতে পহেলা বৈশাখ উপলক্ষে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার প্রশাসক তুলে দেন নতুন বস্ত্র। পহেলা বৈশাখের দিন এই সমস্ত ভিক্ষুক এবং ভবঘুরেদের মুখে একটু হাসি ফোটাতে বালুরঘাট পুরসভার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

No comments