বাঁকুড়ার বিষ্ণুপুরের হিং জুড়ি গ্রামে কেরোসিন তেলের দাম বেশি নেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: গোটা দেশজুড়ে যখন চলছে লকডাউন, এবং খাদ্য খাদ্যসামগ্রী র অভাব। এমত পরিস্থিতিতে দেখা গেল বাঁকুড়া জেলার, বিষ্ণুপুর এর হিং জুড়ি গ্রামে রেশন কেলেঙ্কারি। জনসাধারণ দাবি করেন রেশন ডিলার কেরোসিনের লিটার পিছু2 টাকা 40 পয়সা করে বেশি দাম নিচ্ছে। সরকারি রেট অনুযায়ী প্রতি লিটার কেরোসিনের মূল্য 33 টাকা 60 পয়সা করে দেওয়ার কথা, তার পরিবর্তে জনসাধারণের কাছ থেকে রেশন ডিলার প্রতি লিটার মূল্য 36 টাকা নিচ্ছেন। সরকারিভাবে মাথাপিছু 530ml করে কেরোসিন তেল দেওয়ার নিয়ম আছে, কিন্তু হিং জুরি গ্রামের রেশন ডিলার দিলীপ সাঁতরা মাথাপিছু কেরোসিন দিচ্ছে' 500ml করে। কেরোসিনের মূল্য বেশি নেওয়ায় এবং কেরাসিন কম দেওয়ায়, তার প্রতিবাদে জনসাধারণ রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির পুলিশ আসেন। পরে রেশন ডিলার সবার সামনে এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। এবং পুলিশের কথা মেনে রেশন ডিলার বলেন পরের সপ্তাহে বেশি নেওয়া টাকা জনসাধারণকে ফিরিয়ে দেওয়া হবে।
No comments