কোলাঘাট ব্লকের রাইন গ্রামে ব্রাহ্মণ ট্রাস্ট্র কোলাঘাট শাখার পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট ব্লকের রাইন গ্রামে ব্রাম্ভন ট্রাস্ট্র কোলাঘাট শাখার পক্ষ থেকে রাইন সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ১৫০ দুঃস্থ মানুষ কে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব জৈন,মৃত্যুঞ্জয় চক্রবর্তী,মানস মিশ্র সহ বিশিষ্টজনেরা।মৃত্যুঞ্জয় বাবু জানান,ব্রাম্ভনট্রাস্ট্রের শ্রীধর মিশ্রের উদ্যোগেই মানুষের এই সেবা তারা চালিয়ে যাচ্ছেন।আগামীদিনও মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।
No comments