Recent comments

ads header

Breaking News

রায়নায় পার্থেনিয়াম গাছ কাটার উদ্যোগে নেওয়া হল

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: প্রকৃতির অন্যতম একটি উপাদান হচ্ছে উদ্ভিদ।  কোনো কোনো উদ্ভিদ যেমন আমাদের উপকারে আসে, তেমনি আবার কিছু কেমন উদ্ভিদ আমাদের ক্ষতি ও করে। এই ক্ষতিকর উদ্ভিদের মধ্যে অন্যতম একটি উদ্ভিদ হলো পার্থেনিয়াম। এই উদ্ভিদের আগাছা যদি কোনো ফসলের জমিতে জন্মায়, তাহলে সেই ফসলের উৎপাদন,  চল্লিশ শতাংশ কমিয়ে দেয়। অপরদিকে কোনো মানুষ যদি আক্রান্ত হয় এই উদ্ভিদের দারা,  তাহলে ওই আক্রান্ত ব্যাক্তি জ্বর, মাথা ব্যাথা, ও উচ্চ রক্তচাপ এ ভুগতে পারে।  এই পার্থেনিয়াম উদ্ভিদ এর আগাছা দেখা যায় পূর্ব বর্ধমান এর রায়না ব্লক এর সাহাজপুর এলাকায়।  এইখানের স্থানীয় কিছু যুবকের প্রচেষ্টায় পার্থেনিয়াম এর আগাছা দমন করতে এগিয়ে এলো।

No comments