দক্ষিণ দিনাজপুরে আছড়ে পড়ল কালবৈশাখী
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ১৫ এপ্রিল : নববর্ষের রেশ কাটতে না কাটতেই কাল বৈশাখী আছড়ে পড়লো দক্ষিন দিনাজপুর জেলায়। আকাশ কালো মেঘে ঢাকা সংগে মেঘের গর্জন। দেখলে মনে হবে সকালেই বুঝি সন্ধে ঘনিয়ে এসেছে। সকাল আট টা থেকে সাড়ে আটটা পর্যন্ত আধঘন্টা ধরে চলে ঝড় ও বৃষ্টি।এখনও পর্যন্ত জেলায় ক্ষয় ক্ষতির কথা সরকারি স্তরে না আসায় প্রশাসনিক আধিকারিকরা কেউ কিছু বলতে পারছে না। তবে বেশ কিছু এলাকার স্থানিও স্তর থেকে খবর পাওয়া গেছে ঝড়ে দাপটে কয়েকজায়গায় কাচা বাড়ি ভেংগে পড়েছে।
No comments