কালনায় এক ব্যাংকের সামনে দেখা গেল লকডাউনের তোয়াক্কা না করে লম্বা লাইন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বর্ধমান কালনা রোড মা পুকুর কানাডা ব্যাঙ্ক শাখায় মানুষের ভির এই অবস্থা কোন মানুষ মানছে না সামাজিক দূরত্ব অনেক মানুষই ব্যবহার করছেন না মাস্ক। রাজ্য সরকারের নির্দেশ ঘর থেকে বের হলেই পড়তে হবে মাক্স, না থাকলে যেকোনো ধরনের কাপড় রুমাল অথবা গামছা দিয়ে ঢাকতে হবে মুখ। তার কোনটাই মানছেন না এইসব ব্যাংকের গ্রাহকরা। এগিয়ে আসলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চুন দিয়ে দাগ কেটে সারিবদ্ধ ভাবে মানুষকে দূরত্ব বজায় রেখে দাড়া করানোর ব্যবস্থা করলেন পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করলেন তাদের হাত এই কাজের সঙ্গে যুক্ত মানুষদের স্বাগত জানিয়েছেন গ্রাহকরা।
No comments