করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল বর্ধমান প্রেস ক্লাব
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লক ডাউন এর সময় সাধারণ মানুষকে সচেতন করতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। টেলিমিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়াও সমানভাবে ঝুঁকি নিয়ে একের পর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পরিবেশন করে চলেছে। এবার খবর পরিবেশন ছাড়াও দেখা গেলো প্রেস মিডিয়ার অন্য এক চিত্র।
আজ বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে বর্ধমান শহরের লক্ষীপুর মাঠে কলেজ মোড় এলাকায় স্থানীয় বস্তি বাসীদের উদ্দেশ্যে চাল, ডাল, আলু বিতরণ করতে দেখা গেল। বর্ধমান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুকুলেসুর রহমান জানান , "সারা বিশ্ব যেভাবে করোনা যুদ্ধে লড়াই করছে আজ থেকে আমরা এই যুদ্ধে সামিল হলাম। এমনকি তিনি আরো বলেন যতদিন লক ডাউন থাকবে ততদিন শহরের বিভিন্ন প্রান্তে যেসব দুস্থ মানুষরা আছেন আমরা তাঁদের পাশে থাকবো।" এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি গণেনদ্রনাথ বন্দোপাধ্যায় ছাড়াও বিশিষ্ট সমাজসেবী শেখ হালিম, রাজনারায়ণ সাউ প্রমুখ।
No comments