ভাটপাড়া থানার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
নিউজ অনলাইন: করোনা ভাইরাস এর সঙ্গে মোকাবিলায় লকডাউন এ জেরে বন্ধ রয়েছে সমস্ত রকমের রক্তদান শিবির।ফলে মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা পূরণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের রক্তদান করার কথা বলা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সমস্ত থানার পাশাপাশি আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত ভাটপাড়া থানার পুলিশ এবং আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ভাটপাড়া থানা প্রাঙ্গণে আয়োজিত হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে সমস্ত পুলিশকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা তাদের নিজেদের মূল্যবান রক্ত দান করেন। রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এই রক্তদান শিবির ঠিকঠাক চলছে কিনা তা দেখতে ভাটপাড়া থানায় আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনিও সকল রক্তদাতাদের উদ্বুদ্ধ করেন।
No comments