Recent comments

ads header

Breaking News

লকডাউনের জেরে চরম সমস্যায় বহুরূপীরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লকডাউনের জেরে চরম সমস্যায় বহুরূপীরা। গত এক মাস আগে গ্রামে গ্রামে ঘুরে তাদের বহুরূপ  দেখানোর জন্য বীরভূম জেলার লাভপুর থেকে এসেছিলেন ৫০ জনের একটি দল। দেশে লক ডাউন ঘোষনা হবার পর তারা আর বাড়ি ফিরতে পারে নি। তাই অগত্যা এখানেই থেকে যেতে হয়েছে।মাঝে একবার বাড়ি ফেরার ব্যাবস্থা হলেও, কিন্তু  গ্রামের লোকেরা ফোন করে জানায় তারা যদি গ্রামে ফিরতে চায় তাহলে তাদের এখন গ্রামে ঢুকতে দেওয়া হবে না।
এই মত অবস্থায় চরম সঙ্কটের মুখে পরেছে লাভপুরের বহুরূপীরা।  
এই বহুরূপী শিল্পীদের এখন বর্তমান ঠিকানা পূর্ব বর্ধমান জেলায় সাটিনন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার খানা জংশন গ্রামে।  এই গ্রামে এখন ৪০ থেকে ৫০ জন বহুরূপী দলে রয়েছে অনেক শিশুও। বহুরূপী শিল্পীরা ভেবেছিল ২১ দিনের লক ডাউন  কেটে গেলেই তারা, যে যার বাড়ি ফিরে যাবেন। কিন্তু তা আর হলো না।কারন দেশের প্রধান মন্ত্রী লক ডাউন এর মেয়াদ বাড়িয়ে ৩রা মে পর্যন্ত করেছেন। বর্তমানে এই শিল্পীদের খাদ্য সংকট দেখা দিয়েছে। এখন না পারছে তারা গ্রামে গ্রামে ঘুরে বহুরূপ দেখিয়ে চাল আলু আদায় করতে,  আবার না পারছে বাড়ি ফিরে যেতে। তাদের হাতে এখন নগদ অর্থ সংকট দেখা দিয়েছে। বহুরূপীরা জানান সাটিনন্দী গ্রামের লোকের অনেকই হেল্প করছেন। কিন্তু যেটুকু ভাতের চালের যোগান হচ্ছে সেই চালে তাদের ভরছে না পেট।বাচ্ছারাও অনাহারে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে।   এখন অনাহারে লকডাউন  উঠার অপেক্ষায় দিন  গুনছেন বহুরূপী শিল্পীরা ।

No comments