বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আবারও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল। এবার উত্তর ২৪ পরগণার হাবড়া থানার আরবেলিয়া এলাকার ঘটনা। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তাঁরই প্রতিবেশী এক যুবককে। ধৃতের নাম রাজিবুল ইসলাম (২৬)। পুলিশ সূত্রে জানা গয়েছে, হাবড়ার ওই তরুণী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তাঁকে বিয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার সহবাস করেছেন ধৃত যুবক। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরই চলতি মাসের ২০ তারিখ ওই তরুণীর পরিবার ধৃত রাজিবুলকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু পুরো ঘটনা অস্বীকার করে রাজিবুল ও তাঁর পরিবার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত হাবড়া থানার দ্বারস্ত হয় ওই তরুণীর পরিবার। নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে অভিযুক্ত রাজিবুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। পাশাপাশি ওই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে হাবড়া হাসপাতালে। শনিবারই ধৃতকে বারাসত আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় হাবড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
No comments