Recent comments

ads header

Breaking News

ত্রানের চাল চুরির অভিযোগে তৃনমূল নেতাদের গণধোলাই

সৌভিক সরকার, নিউজ অনলাইন, বারাসাতঃ লকডাউনের মধ্যে  দুস্থ মানুষদের মধ্যে বিলি করার জন্য বরাদ্দ চাল চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূল  দলের চার নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগে তৃনমূলের দলীয় কার্যালয়ে ঢুকে অভিযুক্ত শাসক দলের নেতাদেরকে ধরে গণধোলাই দিল সাধারন মানুষ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার মজলিসপুর বাজারের ২৩ নম্বর বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে শাসন থানার বিশাল পুলিশ বাহিনী  ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়।


ত্রাণের নামে লক্ষ লক্ষ টাকা তুলে গ্রামবাসীদের সাথে প্রতারণার অভিযোগ উঠল উত্তর 24 পরগনা জেলার বারাসাত 2 নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত এলাকার চার  তৃনমূল নেতার বিরুদ্ধে।  গ্রামবাসীদের অভিযোগ আঞ্চলের এর তরফ থেকে বিভিন্ন ভাটা মালিক, ভেরি মালিক ও কারখানার  মালিকের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয় গরিব মানুষকে চাল-ডাল কিনে দেবার জন্য। কিন্তু সেই টাকা অঞ্চল স্তর থেকে গ্রাম কমিটিতে পাঠানো হলেও সেই টাকা থেকে মানুষকে কিছু দেওয়া হলেও প্রায় ৫০ হাজার টাকার চাল চারজন আত্মসাৎ করে। সেই ক্ষোভের প্রকাশ হয় শনিবার সকাল থেকে। দফায় দফায় বিক্ষোভ শুরু হয় বেশ কয়েকটি অঞ্চলে। পার্টি অফিস ঘেরাও এর অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তবে উত্তেজনা প্রশমিত হয়।।

No comments